News update
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     
  • Flight carrying Tarique, family lands in Dhaka     |     
  • Red bus with ‘Bangladesh first’ slogan ready at Dhaka airport for Tarique     |     
  • Flight carrying Tarique, family lands at Dhaka Airport     |     

বর-কনের উচ্চতা ৪২ ইঞ্চি, ঝিনাইদহে ব্যতিক্রমী বিয়ে

আহমেদ নাসিম আনসারী Nation 2023-03-04, 10:35pm

jhenidah-ba-04-fa3b104255b5dc60a946ae2d6da9d4cd1677947747.jpg




বিয়েটা আসলে ব্যতিক্রম না । যাদের বিয়ে সেই মানুষ দুইজনই ব্যতিক্রম। গত শুক্রবার (৩ ফেব্রুয়ারী) মাত্র ৪২ ইঞ্চি উচ্চতার দুই জনের বিয়ে হয়ে গেলো ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়।  বিয়ের পরদিন শনিবার বর-বউ আনা-নেয়া সহ অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে ।  নব দম্পতিকে দেখতে সকাল থেকেই বরের বাড়িতে ভিড় করছে মানুষ। অনেকে উপহার দিচ্ছেন তাদের।

পারিবারিক সূত্রে জানাযায়, বর আল আমিন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-বাখরবা গ্রামের আব্দুল খালেকের ছেলে । আর কনে আসমা খাতুন কুষ্টিয়া জেলার ইবি থানার করিমপুর গ্রামের আকমল জোয়াদ্দারের মেয়ে। বিয়ের পর নববধু আসমা এসেছেন বরের বাড়ি শৈলকুপার চর-বাখরবা গ্রামে।

বর আল আমিনের বাবা আব্দুল খালেক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার  ৫ছেলে ১ মেয়ের মধ্যে আল-আমিন সবার ছোট । তিনি জানান,‘ ছোট ছেলেকে বিয়ের জন্য অনেক চেষ্টা করছি এতদিন মেলেনি, এখন মিলেছে আমি ভীষণ খুশী, বাজারের অনেক মানুষের দোয়া নিয়েছি’ ।

নববধূ আসমা খাতুনের বড় বোন শিউলী খাতুন জানান,  তাদের বাড়ি কুষ্টিয়ার ইবি থানার করিমপুর গ্রামে, তার বাবা একজন কৃষক, তারা  ৪বোন ১ভাই । শিউলী জানান, ‘এই বোন কে বিয়ের জন্য পরিবারে একটা টেনশন ছিল, শেষ পর্যন্ত বোন কে বিয়ে দিতে পেরে পরিবারের সবাই খুশী হয়েছে’। তিনি বলেন ‘বোন কে তার স্বামীর পরিবারের সবাই হাসিমুখে মেনে নিয়েছে, আনন্দ উৎসব করেই ওদের বিয়ে সম্পন্ন হয়েছে’ । ওদের জন্য সবাই দোয়া করবেন।