সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম দুজনেই বাঁহাতি স্পিনার। সাকিব বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও বেশ পারদর্শী। যে কারণে ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলে অটোমেটিক চয়েজ। সাকিব অবিশ্বাস্য পারফরম্যান্সে বিশ্বসেরা অলরাউন্ডার।
জাতীয় দলে সাকিব অটোমেটিক চয়েজ থাকায় একাদশে সেভাবে সুযোগ হয়না তাইজুলের। তিনি সাকিবের আড়ালেই থাকেন।
ইনজুরির কারণে সাকিব এখন দলের বাইরে। এই সুযোগে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাইজুল।
শনিবার শেষ হওয়া সিলেট টেস্টে তাইজুলের অবিশ্বাস্য বোলিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসকি জয় পায় বাংলাদেশ। ঘরের মাঠে এই প্রথম নিউজিল্যান্ডকে টেস্টে হারালো টাইগাররা।
সিলেট টেস্টে বাংলাদেশের ১৫০ রানের জয়ে দুই ইনিংসে ১০ উইকেট শিকার করেন তাইজুল। এমন অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণে আইসিসির টেস্ট র্যাংকিংয়ের সপ্তাহিক হালনাগাদে বড় লাফ দিয়েছেন তাইজুল।
টেস্ট বোলারদের মধ্যে তাইজুলি এগিয়েছেন আট ধাপ। বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট এখন তার।
২০১৭ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের সময় সাকিব আল হাসানের বোলিং রেটিং পয়েন্ট উঠেছিল ৭০৫। ছয় বছরের বেশি সময় পর সেই সংখ্যা ছাড়িয়ে তাইজুলের রেটিং পয়েন্ট এখন ৭০৮।
বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং অর্জনের মাধ্যমে ক্যারিয়ার-সেরা র্যাংকিংয়েও উঠেছেন তাইজুল। ৩১ বছর বয়সী এই স্পিনার ২২ থেকে উঠে এসেছেন ১৪ নম্বরে। টেস্টে এটিই তার ক্যারিয়ার-সেরা র্যাংকিং। যদিও সাকিব সর্বোচ্চ সপ্তম স্থানে উঠেছিলেন ২০১১ সালের নভেম্বরে। তথ্য সূত্র আরটিভি নিউজ।