News update
  • Dhaka seeks global pressure on Myanmar for lasting peace     |     
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     

রাত সাড়ে ৮টার পর বইমেলায় প্রবেশ কারা যাবে না

গ্রীণওয়াচ ডেস্ক Nation 2024-01-30, 2:29pm

posioapaop-990a0e28c93ce6f468e555b8d02999221706603394.jpg




আগামী ১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে শুরু হবে বাঙালির প্রাণের ‘অমর একুশে বইমেলা ২০২৪’। জানা গেছে, বইমেলা প্রাঙ্গণের গেট খুলবে প্রতিদিন বিকেল ৩টায়। তবে রাত সাড়ে ৮টার পর মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না।

‘পড়ো বন্ধু গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই প্রতিপাদ্যে শুরু হবে ২০২৪ সালের অধিবর্ষের ২৯ দিনের বইমেলা। একদিন মেলার সময় বেশি পাওয়ায় বইপ্রেমী পাঠক, লেখক, প্রকাশক সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

স্টল মালিকদের প্রত্যাশা, মেট্রোরেল এবার বইমেলায় প্রচুর দর্শক বয়ে আনবে। তাদের মধ্যে উল্লেখযোগ্য মানুষ বেচাকেনাকে সার্থক করে তুলবেন।

আগামী ৩০ জানুয়ারি বেলা ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘অমর একুশে বইমেলা ২০২৪’ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। সেখানেই দেয়া হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩।

মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে দুই ক্যাটাগরিতে প্যাভিলিয়ন থাকবে ২৩টি। আর শিশু কর্নারে শিশু বিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য থাকছে ৭৫টি ইউনিট।

প্রতিবারের মতো এবারো সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গাজুড়ে আয়োজিত হচ্ছে একুশে বইমেলা। স্টল বিন্যাসের ক্ষেত্রে ফাঁকা জায়গা কম রেখে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে কাছাকাছি রাখা হয়েছিল। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রান্তের স্টল সরিয়ে নিয়ে আসা হয়েছিল উদ্যানের ভেতরের দিকে। এ বছর সে বিন্যাস প্রায় অপরিবর্তিত রাখা হচ্ছে।

বাংলা একাডেমির সূত্রে জানা যায়, এবার মেলায় ৫৭৩টি প্রতিষ্ঠানকে মোট ৮৯৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৮৬টি সাধারণ স্টল এবং ১০৯টি স্টল লিটল ম্যাগাজিন চত্বরকে দেওয়া হবে। তাছাড়া এ বছর মোট ৩৭টি প্যাভিলিয়ন বরাদ্দ করা হয়েছে। গত বছর ৬০১টি প্রতিষ্ঠানের অনুকূলে ৯০১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গণে বটতলায় চটের ওপর ৩২টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেছিলেন চিত্তরঞ্জন সাহা। যা আজ অমর একুশে বইমেলায় পরিণত হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।