News update
  • United States and Bangladesh Launch Money Laundering Bench Book     |     
  • 6 BD peacekeepers killed, 8 hurt in attack on Sudan UN Base     |     
  • Burglary at Hadi’s village home in Jhalokathi      |     
  • Martyred Intellectuals Day on Sunday     |     
  • Campaign from Jan to rein in overuse of antibiotics: Adviser     |     

বিএনপির চার মহানগরসহ যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত

গ্রীণওয়াচ ডেস্ক Nation 2024-06-14, 7:17am

images-21-26faa645528a38c5368a65331c9af2441718327908.jpeg




ঢাকা উত্তর ও দক্ষিণসহ গুরুত্বপূর্ণ চারটি মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। অপর দুটি হলো চট্টগ্রাম ও বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি। সেইসঙ্গে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর আহ্বায়ক কমিটিও বিলুপ্তি করা হয়েছে। পাশাপাশি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিলুপ্ত করা এসব কমিটি নতুন করে পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। আরটিভি নিউজ।