News update
  • Aid blockade into second month: Misery deepens for Gazans     |     
  • UN peacekeeping challenged as conflicts and ceasefires grow more complex     |     
  • IG of Police warns against vandalism, orders arrest     |     
  • NBR to chase TIN holders who fail to submit tax returns     |     
  • ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর পরিচালনা পরিষদের ১৭তম সভা অনুষ্ঠিত     |     

পাকিস্তানি প্রধানমন্ত্রীকে একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসার আহ্বান প্রধান উপদেষ্টার

গ্রীণওয়াচ ডেস্ক Nation 2024-12-19, 7:32pm

img_20241219_193207-b6088acc33a53260b0b0d0aa281e23381734615170.jpg




ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে শাহবাজ শরিফকে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

পাকিস্তানি প্রধানমন্ত্রীকে ড. ইউনূস বলেন, ইস্যুগুলো বারবার উঠে আসছে। আসুন, আমরা সেই বিষয়গুলো সমাধান করে নিই, যাতে আমাদের সম্পর্ক সামনে এগিয়ে যেতে পারি।

জবাবে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেছেন, ১৯৭৪ সালেই বাংলাদেশ, পাকিস্তান ও ভারত ত্রিপক্ষীয় চুক্তিতে বিষয়গুলো মীমাংসা হয়ে গেছে। তবে যদি আরও অমীমাংসিত ইস্যু থাকে, তাহলে সেগুলোতে খুশি মনেই মনোযোগ দেবো আমি।

এরপর অধ্যাপক ইউনূস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরতরে বিষয়গুলোর সমাধান ভালো হবে।

বিবৃতি অনুযায়ী, বৈঠকে ব্যবসা-বাণিজ্য, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ড. মুহাম্মদ ইউনূস ও শাহবাজ শরিফ।

বৈঠকে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আমরা সত্যিই আমাদের ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করার অপেক্ষায় আছি।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত চিনিকলগুলোকে আরও ভালোভাবে পরিচালনার জন্য প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দিয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের কারণে মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে ঢাকা।

শাহবাজ শরিফ বলেন, প্রায় এক দশক আগে পাঞ্জাবে ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের লড়াই বিশ্বমানের বলে প্রশংসিত হয়েছিল। বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমরা একজন প্রতিনিধি পাঠাতে পারি।

এছাড়া, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সুবিধামত সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। আরটিভি