News update
  • Dhaka’s air quality ‘unhealthy’ 5th worst in world Saturday     |     
  • Dhaka’s air recorded unhealthy on Friday morning     |     
  • Teesta activists announce ‘Silent Rangpur’ campaign in 5 districts     |     
  • Ceasefire Offers Lifeline, but Gaza Hospitals in Ruins     |     
  • Christensen calls next election most consequential in decades     |     

আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবসে নদী প্লাষ্টিক ও পলিথিন মুক্ত রাখার দাবি

পরিবেশ 2025-10-24, 11:28pm

waterkeepers-of-bangladesh-staged-a-human-chain-in-kalapara-calling-on-people-to-keep-rivers-free-from-plastic-and-polythene-pollution-dd006469ca6e2108f9bafa6a8df4e1b31761326909.jpg

Waterkeepers of Bangladesh staged a human chain in Kalapara calling on people to keep rivers free from plastic and polythene pollution.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবসে নদী প্লাস্টিক ও পলিথিনমুক্ত রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা এগারোটায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসীর আয়োজনে কলাপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আন্ধারমানিক নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, তানজিল জয় ও আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল সহ সংগঠনটির সদস্যরা।

এসময় বক্তারা  জলবায়ুর নেতিবাচক প্রভাব উল্লেখ করে পৃথিবীকে বাসযোগ্য গড়ে তোলার লক্ষে আন্ধারমানিক সহ জেলার সকল নদী দখল ও দুষনমুক্ত করার আহ্বান জানান। - গোফরান পলাশ