News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

কলাপাড়ায় আওয়ামীলীগ নেতা আনছার মোল্লাকে কারাগারে প্রেরণ

Politics 2024-09-16, 12:05am

ansar-molla-1ed11cf14b8650254d9d7c255513bcd11726423509.jpg

Ansar Molla



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা ও কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট সহ বিস্ফোরক আইনের পৃথক মামলায় লতাচাপলি ইউনিয়ন চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। রবিবার (১৫ সেপ্টেম্বর) কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ প্রদান করেন। আদালতের সহকারী পুলিশ উপ-পরিদর্শক মো. মহিবুর রহমান এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মহিপুর থানা পুলিশ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা আনছার উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

প্রসঙ্গত, ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর আওয়ামী লীগের শত শত নেতাকর্মীর নামে কলাপাড়া ও মহিপুর থানায় একাধিক মামলা দায়ের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মহিপুর থানায় দায়েরকৃত দুইটি রাজনৈতিক মামলায় আসামি করা হয় লতাচাপলি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার উদ্দিন মোল্লাকে। - গোফরান পলাশ