News update
  • IFC for united movement to realise fair share of water from India     |     
  • Attacks on foreign students, including Bangladeshis, in Kyrgyzstan     |     
  • “BB lost ability to make independent decisions for banking sector”     |     
  • Flash floods kill at least 68 people in Afghanistan     |     
  • Spanish tourists among four killed in Afg shooting     |     

কলাপাড়ায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

Rain 2022-08-01, 7:53pm

rain-de4eda51f409f7799a728d8725b340cd1659362008.jpg

Prayer for rain in Kalapara, Patuakhali



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টির জন্য শতশত মুসল্লীরা বিশেষ নামাজ শেষে দোয়া মোনাজাত  করেছে। আজ সোমবার (১আগষ্ট) সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ এবং নীলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৃথক সময়ে এ নামাজ আদায় করা হয়। 

বৃষ্টির অভাবে বোরো চাষাবাদ করতে না পারা এবং তীব্রতাপদাহ থেকে পরিত্রান পেতে সৃষ্টিকর্তার দরবারে  এ নামাজ আদায় করা হয়।

সুলতানগঞ্জ ইউনিয়নের কৃষক ফরিদ উদ্দিন জানান, বছরের এমন সময় আমন চাষাবাদ শেষ হয়ে যায়। এবছর বৃষ্টি না থাকায় কৃষক চাষাবাদ করতে পারছে না। ফলে এলাকার কৃষকের উদ্যোগে বিশেষ এ নামাজ আদায় করা হয়।

একই গ্রামের কৃষক আনোয়ার হোসেন জানান, কলাপাড়ার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল । তাদের আয়ের উৎস কৃষি । তাই বৃষ্টি পেতে সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে আবেদন করা হয়।

নীলগঞ্জ জামে মসজিদের ইমাম আবদুল কুদ্দুস জানান, দেশের বালা মসিবত দুর করতে এবং বৃষ্টির জন্য বিশেষ এ নফল নামাজ আদায় করা হয়েছে । - গোফরান পলাশ