News update
  • Dhaka’s Per Capita Income Rises to USD 5,163     |     
  • DSE turnover dips 18% despite weekly gains in key indices     |     
  • 65 Nations Sign UN Treaty to Combat Cybercrime Globally     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ 5th worst in world Saturday     |     
  • Dhaka’s air recorded unhealthy on Friday morning     |     

কলাপাড়ায় ১৪ পুজামন্ডপে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে ছাত্রদল

Readers’ corner 2025-09-30, 10:43pm

jatiyatabadi-chhatra-dal-jcd-logo-730ad0a6b40813ed0420fa7f51e115f31759250587.png

Jatiyatabadi Chhatra Dal (JCD) logo



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গােৎসব উপলক্ষে  ১৪ টি পুজামন্ডপে ছাত্রদলের উদ্যেগে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করা হচ্ছে। উপজেলা এবং বিভিন্ন কলেজ শাখার ছাত্রদলের নেতৃবৃন্দ পুজার প্রথম দিন থেকে এ দায়িত্ব পালন করছে। প্রতিদিন বিকেল থেকে রাত ১২ টা পর্যন্ত পুজামন্ডপ সহ মন্ডপ সংলগ্ন সড়ক গুলোতে তারা নিরাপত্তা সহ যানজট নিরসনে কাজ করছেন।

এ বিষয়ে কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাইমুন ইসলাম জানান, ছাত্রদলের কর্মীরা বিভিন্ন মন্ডপ গুলোতে স্বেচ্ছায় দায়িত্ব পালন করছেন। পাশাপাশি  সাম্প্রদায়িক সম্প্রীতি বির্নিমানে তারা নিরলসভাবে কাজ করবেন বলে তিনি উল্লেখ করেন। - গোফরান পলাশ