News update
  • Gaza Ceasefire Not Enough as Children Continue to Die     |     
  • Bangladesh Sets Guinness Record With 54 Flags Aloft     |     
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     
  • Survey Shows Tight Race Between BNP and Jamaat-e-Islami     |     

ডাকসু নির্বাচন: কার প্যানেলে কে হচ্ছেন প্রার্থী?

গ্রীণওয়াচ ডেস্ক Union 2025-08-01, 7:41pm

ducsu-office-building-inside-dhaka-university-campus-c6fb3a05c82df16f6ebb7108e7d169331754199967.jpeg

DUCSU office building inside Dhaka University campus



ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার পর এবার প্রার্থী বাছাই নিয়ে চলছে আলোচনা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে ভূমিকা পালনকারী ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সোচ্চার থাকা পরিচিত মুখকেই প্রার্থী করার কথা বলছে ছাত্র সংগঠনগুলো। নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করে প্যানেল সাজানোর পরিকল্পনা সব পক্ষের। বড় ফ্যাক্টর হতে পারেন স্বতন্ত্র প্রার্থীরাও।

প্রায় ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা।

এবারের নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন? তফসিল ঘোষণা পর থেকেই এমন প্রশ্ন শিক্ষার্থীদের মনে। আর প্যানেল গোছানোর পরিকল্পনায় ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো। দাবি পূরণ না হলেও তফসিলকে ইতিবাচক আখ্যা দিয়ে নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছে ছাত্রদল।

প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বেশ কয়েকজন নেতা। ছাত্রদল বলছে, আন্দোলন সংগ্রামে সক্রিয় ও শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যদের নিয়ে প্যানেল দেবে তারা।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ডাকসু নির্বাচনকে আমরা স্বাগত জানিয়েছি। নির্বাচনে অংশ নিতে যেসব প্রস্তুতি প্রয়োজন, তা আমরা নিয়েছি। জুলাই-আগস্ট অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের যেসব নেতাকর্মীরা বীরত্ব ভূমিকা পালন করেছেন তাদের অগ্রাধিকার থাকবে। সাধারণ শিক্ষার্থীরাও অবশ্যই তাদের পক্ষে থাকবে।’

ছাত্রশিবিরের প্যানেল থেকে প্রার্থী হতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এম ফরহাদ ও সেক্রেটারি এবং সাবেক সভাপতি সাদিক কায়েমসহ অনেকেই।

ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘প্যানেলে তারাই থাকবে যারা গণ-অভ্যুত্থানে সামনে থাকা পরিচিত মুখ। নারী ও সংখ্যালঘুসহ সব ধরনের শিক্ষার্থীর প্রতিনিধিত্ব থাকবে।’

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বেশ কয়েকজন সমন্বয়কসহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানসহ অনেকেই প্রার্থী হিসেবে আলোচনায় আছেন।

গণতান্ত্রিক ছাত্র সংসদের জাহিদ হাসান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সবচেয়ে বড় অংশটি আমাদের প্যানেলে থাকবে। সেক্ষেত্রে আমরা নারীদের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবো। আমাদের প্যানেল ভালো ভোট পাবে বলে আশা করি।’  

আলাদা প্যানেল দেয়ার কথা জানিয়েছে ছাত্র অধিকার পরিষদও। সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘সংখ্যালঘু থেকে শুরু করে সবার প্রতিনিধিত্ব ডাকসু নির্বাচনে থাকবে।’

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। প্রার্থী হতে পারেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেঘমল্লার বসুও।