News update
  • Stocks end lower; trading falls at DSE, improves at CSE     |     
  • No need to be kind to election disruptors: EC to law enforcers     |     
  • No Media Faced Arson Attacks in 53 Years: Mahfuz Anam     |     
  • Janaza of six Bangladeshi peacekeepers held at Dhaka Cantonment     |     
  • Bangladesh stock market loses Tk 10,500cr in a week     |     

ডাকাতের হামলায় এলিট ফোর্সের ৫ সদস্য নিহত

গ্রীণওয়াচ ডেস্ক International 2025-08-01, 7:43pm

five-pakistani-policemen-dead-in-an-attack-by-dacoits-061bf6eda1f592dba1d8fc297d62152e1754199791.jpg

Five Pakistani policemen dead in an attack by dacoits,



পাকিস্তানের পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলায় একটি চেকপোস্টে সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে পাঁচ পুলিশ সদস্য নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাতরা শেখানি চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালায়, এতে পাঁচজন এলিট ফোর্স সদস্য নিহত এবং আরও দুই পুলিশ সদস্য আহত হন।

গুলি বিনিময়ের সময় ডাকাত দলের এক সদস্যও নিহত হয়েছেন বলে জানান পুলিশের ওই মুখপাত্র।

নিহত পুলিশ সদস্যরা হলেন- মুহাম্মদ ইরফান, মুহাম্মদ সালিম, মুহাম্মদ খলিল, নাখিল এবং গজানফর আব্বাস। 

নিহতদের মধ্যে দু’জন রহিম ইয়ার খানের বাসিন্দা, বাকি তিনজন বাহাওয়ালনগর জেলার বাসিন্দা।

এ ঘটনার পর পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. উসমান আনোয়ার বাহাওয়ালপুরের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) থেকে প্রতিবেদন চেয়েছেন এবং এলিট ফোর্স কর্মীদের ওপর হামলার সাথে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

নিহত অফিসারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. আনোয়ার বলেছেন, ‘তাদের আত্মত্যাগ আমরা ভুলব না’। তাদের মৃত্যুকে ‘মহান সাহস ও কর্তব্যের’ প্রতীক হিসেবে বর্ণনা করেছেন পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক।

সূত্র: জিও নিউজ