News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

পটুয়াখালীতে 2000 মানুষের পানি সংকট নিরসনের উদ্দ্যোগ নিল প্রতিভা

Water 2024-07-31, 12:14pm

move-to-ensure-safe-drinking-water-for-2000-people-in-kalapara-5d626f2fe895ab8ec6c16a02cc68c8c61722406450.jpg

Move to ensure safe drinking water for 2000 people in Kalapara.



পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ২ নং ওয়ার্ডের অন্তত: দুই হাজার মানুষের অজু, গোসল সহ প্রতিদিনের গেরস্থালী কাজে ব্যবহারের জন্য পানি সংকট নিরসনের উদ্দ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা। স্থানীয়রা যখন প্রশাসনের কাছে বারবার ধরনা দিয়েও তাদের ব্যবহারের একমাত্র জলাধার খাস পুকুরটি থেকে কচুরিপানা, ময়লা আবর্জনা অপসারণ করতে পারেনি ঠিক তখন স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা'র ৬০ সদস্য স্বেচ্ছাশ্রমে পুকুরের কচুরিপানা, ময়লা আবর্জনা অপসারণের কাজ শুরু করে। গত ৩/৪ দিন ধরে তারা স্বেচ্ছায় জনস্বার্থে এ কাজ শুরু করে। সরকারি এ খাস পুকুরটির আয়তন ও গভীরতা বেশী হওয়ায় এটি সম্পূর্ণ আবর্জনা মুক্ত করতে আরও দুই চার দিন সময় লাগবে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা'র আহ্বায়ক সালমা কবির বলেন, ২০২১ সালে করোনা মহামারীর সময় মানবতার মহান ব্রত নিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে। করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্তদের সহায়তা করে সংগঠনের সদস্যরা সন্তুষ্টি অর্জনের পর এর সদস্য সংখ্যা বেড়ে বর্তমানে ৬০ জনে দাঁড়িয়েছে। শ্রমিক, রাজনৈতিক দলের ছাত্র ও যুব সংগঠনের নেতারাও জনস্বার্থে সংগঠনের সদস্য হয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করছে। 

সালমা কবির আরও বলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ মাহমুদ রুদ্র সহ ছাত্রলীগের বেশ কিছু নেতা কর্মী আমাদের সাথে স্বেচ্ছাশ্রমে কাজ করছে। আমরা আমাদের কাজের পরিধি আরও বিস্তৃত করবো।

কলাপাড়া পৌর সভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা'র  জনস্বার্থে এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই। - গোফরান পলাশ,