News update
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     
  • Arakan Army frees 12 Bangladeshi fishermen     |     
  • A soothing respite: Rain in Dhaka after prolonged heatwave     |     

কলাপাড়ায় ২০ কেজি হরিনের মাংস সহ গ্রেফতার ০২

Wildlife 2023-01-21, 10:36pm

20-kg-deer-meet-recovered-in-kalapara-two-held-70faeb61c98fe3fa0b4be2c74628696b1674318960.jpg

20 kg deer meet recovered in Kalapara, two held



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে ২০ কেজি হরিনের মাংস সহ সংঘবদ্ধ হরিন শিকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ (৪৪) পাথরঘাটা উপজেলার দক্ষিন চর দুয়ানী গ্রামের রুস্মত আলীর ছেলে। আর হাসান(৩৫) কুয়াকাটা পৌর এলাকার ফুল মিয়া হাওলাদারের ছেলে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরন করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরন করেন।

মহিপুর থানা পুলিশ জানায়, শুক্রবার রাত দশটায় এস আই রাসেল এবং জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আলীপুর স্লুইস সংলগ্ন খাপাড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের নৌকার মধ্যে ককসিটের মধ্যে প্লাস্টিকের বস্তায় রাখা ৪টি প্যাকেটে রাখা এসব হরিনের মাংস সহ তাদের গ্রেফতার করা হয়। তারা সুন্দর বনে রশি দিয়ে ফাঁদ পেতে নৃশংসভাবে হরিন শিকার করে বিভিন্ন এলাকায় বিক্রি করে। এ ঘটনায় বন্যপ্রানী নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে। - গোফরান পলাশ