Lau doga snake recovered in Kalapara on Sunday.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আড়াই ফুট দৈর্ঘ্যের একটি উড়ন্ত মৃদু বিষধর বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। শনিবার সন্ধ্যায় উপজেলার লালুয়া ইউনিয়নের চরনিজর গ্রামের একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
বর্তমানে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আজ রবিবার সন্ধ্যায় সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে। উজ্জ্বল সবুজ বর্নের লম্বাটে, নলাকার, নাক লম্বা এবং সুচালো এ লাউডগা সাপের প্রধান খাবার ব্যাঙ ও সরীসৃপ জাতীয় প্রানী। সাপটি উদ্ধারের সময় এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি ও আদনান রাকিব উপস্থিত ছিলেন।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি বলেন, সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সাপটি উদ্ধার করি। সচরাচর এসব সাপ দেখা যায়না। - গোফরান পলাশ