News update
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     
  • 150,000 Rohingya flee to BD amid renewed Myanmar violence     |     
  • Scrap trader hacked, stoned dead: 2 Jubo Dal men expelled      |     
  • Bonn Climate Talks Expose Urgent Gaps in Global Action     |     
  • Earth's rotation speeding up, making days slightly shorter     |     

কুয়াকাটায় রাতের আকাশ বর্নিল হয়ে উঠলো রঙীন ফানুসে

Words of faith 2024-10-18, 11:55pm

a-baloon-is-being-released-ib-obaervance-of-prabarana-purnima-by-the-buddhist-community-in-kuakata-on-friday-d95d719067e3a4e362c110ec825eeabd1729274144.jpg

A baloon is being released ib obaervance of Prabarana Purnima by the Buddhist Community in Kuakata on Friday.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় বৃহস্পতিবার রাতের আকাশ বর্নিল হয়ে উঠেছে অর্ধশতাধিক রঙীন ফানুসে।রাখাইনদের প্রবারনা উৎসব সম্পন্নের আনুষ্ঠানিকতায় বৌদ্ধ বৌদ্ধধর্মালম্বীরা এ ফানুস উৎসবের আয়োজন করে।

এছাড়া কলাপাড়া উপজেলার অমখোলাপাড়া, মিশ্রিপাড়া,কলাচানপাড়া,নাইউরিপাড়া, দিয়ার আমখলাপাড়া ও নয়াপাড়াসহ জেলার সকল রাখাইন পাড়ায় অনুষ্ঠিত সার্বজনীন এ ফানুস উৎসবে মেতে ওঠে সকল ধর্মের মানুষ। এসময় হাজারো প্রদীপ প্রজ্জ্বলন করে গৌতম বুদ্ধকে স্মরন করা হয়।

এর আগে সকালে পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা, বুদ্ধপূজা এবং দিনভর বিহারগুলোতে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা। বুদ্ধের স্মরনে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বয়স্ক নারী পুরুষরা। এ উৎসবকে ঘিরে জেলার রাখাইন পাড়া গুলোতে আনন্দ উল্লাসে মেতে ওঠে বৌদ্ধরা। বৌদ্ধ বিহার গুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধভিক্ষুসহ হাজারো রাখাইন নর-নারীর। - গোফরান পলাশ