News update
  • HSIA Cargo Village Fire Partially Contained, Flights Diverted     |     
  • UN Warns Nearly 900 m Poor Face Climate Peril     |     
  • Global Finance Leaders Eye Gaza’s $70b Reconstruction Plan     |     
  • Over 1 million tickets sold for 2026 World Cup in North America: FIFA     |     

পটুয়াখালীতে ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

অপরাধ 2023-03-16, 10:37pm

dead-body-6d339e073891e18f256ddedb91b1caf71678984670.jpg

Dead body



পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামে মাটি কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ঘরের ভিটার জন্য জমিতে মাটি কাটতে গেলে বাবুল প্যাদা (৫০)'র সাথে ছোট ভাই আল-আমিন প্যাদা (৪০)'র সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায় ছোট ভাই আল-আমিন বড় ভাই বাবুল প্যাদার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে বাবুল প্যাদা মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

এবিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা সংবাদ শুনেছি এবং সাথে সাথেই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি এবং একজনকে আটক করছি। তবে এখন পর্যন্ত মৃতের পরিবারের কেউই অভিযোগ করেনি।

তিনি আরও বলেন, আমরা মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।