News update
  • Current crisis and fraying of post-WWII international order     |     
  • Incessant rains over Bangladesh, spark fears of flooding     |     
  • Bangladesh Risks Market Share as US Tariff Deadline Nears     |     
  • UN Chief Calls for Urgent Climate, AI and Global Reform     |     
  • Consensus not to use emergency for political ends: Ali Riaz     |     

সাতক্ষীরায় গানে গানে মানব পাচার রুখে দেওয়ার শপথ

স্টাফ রিপোর্টারঃ অপরাধ 2023-05-08, 10:32am

img_1937-159a8fa10905fd0c523eecade1e105101683520371.jpg




সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত “আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের  জন্য” প্রকল্পের মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে সাতক্ষীরায় ‘সচেতনতামূলক কনসার্ট  ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’ অনুষ্ঠিত হয়েছে। 

৭ মে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী চন্দনা মজুমদার ও সন্দীপন। কনসার্টে  গানের পাশাপাশি  স্থানীয় জনগণের মধ্যে মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, সমাজে মানব পাচারের শিকার সারভাইভারদের অধিকার বিষয়ক  উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত একটি প্রামাণ্যচিত্র “আগুনপাখি” প্রদর্শন করা হয়। এছাড়া পরিবেশন করা হয় মানব পাচার বিরোধী একটি ”পট গান”। 

মানব পাচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার এমন অভিনব উদ্যোগ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এমন উদ্যোগের জন্য  আয়োজকদের ধন্যবাদ জানান শ্রোতার। দেশসেরা শিল্পীদের গান উপভোগের পাশাপাশি তথ্যবহুল প্রামাণ্যচিত্রটিও প্রশংসিত হয়। এ সময় শিল্পীদের  সঙ্গে দর্শকগণ মানব পাচারের প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষায় এগিয়ে আসার শপথ গ্রহণ করেন।  

বিজ্ঞাপনী সংস্থা কুল এক্সপোজারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত কনসার্ট-এ আশ্বাস প্রকল্পের ম্যানেজার নাজমুল ইসালাম, উইনরক  ইন্টারন্যাশানালের পক্ষ থেকে সকলকে স্বাগত জানান। উইনরক ইন্টারন্যাশনাল এর প্রতিনিধিগণ মানব পাচার রোধে সকলকে নিজ নিজ অবস্থান  থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। কনসার্ট আয়োজনে সহযোগিতার জন্য সাতক্ষীরার প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে তারা ধন্যবাদ জানান।  

অনুষ্ঠানের শুরুতে পটের গান পরিবেশন করা হয়। এরপর মঞ্চে ওঠেন সন্দীপন। গানের ফাঁকে ফাঁকে মানব পাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার  আহ্বান জানান তিনি। সন্দীপনের গানের রেশ না কাটতেই মঞ্চে আসেন জনপ্রিয় লোকশিল্পী চন্দনা মজুমদার। জনপ্রিয় দুই শিল্পীর পরিবেশনায়  উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। 

প্রসঙ্গত, এর আগে গত ৪ মে খুলনায় একই ধরনের কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে গান পরিবেশন করেন চন্দনা মজুমদার ও ব্যান্ড ‘ডিফারেন্ট টাচ’।  এই আয়োজনের প্রতিটি কনসার্টেই উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে। 

সবার জন্য উন্মুক্ত প্রতিটি কনসার্ট বিকেলে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কনসার্টের বিষয়ে বিস্তারিত জানতে 

ফেসবুক ইভেন্ট লিংক  দেখুন- https://fb.me/e/3x90OjxDc 

উল্লেখ্য, উইনরক ইন্টারন্যাশনাল মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে “আশ্বাস” প্রকল্প বাস্তবায়ন  করছে। প্রকল্পটির কার্যক্রম ইতোমধ্যে দেশের মানব পাচারের ঝুঁকিপ্রবণ পাঁচটি জেলার ১৫টি উপজেলায় মানব পাচার বিরোধী কার্যক্রম বাস্তবায়ন  করে আসছে ২০১৮ সাল থেকে।