Bogura Journo Manzurul Islam Manjur whose dissected body was found on Friday.
দৈনিক ভোরের কাগজ এর বগুড়ার আদমদিঘী উপজেলা প্রতিনিধি ও দৈনিক বগুড়ার সাবেক প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সহ-সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু'র (৫২) দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় আদমদিঘী উপজেলার মুরইল ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে তার মরদেহ পাওয়া যায়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী আজ এক বিবৃতিতে মঞ্জুরুল ইসলাম মঞ্জু হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।