News update
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     

কলাপাড়ায় ১০ম শ্রেণীর ছাত্রকে কুপিয়ে জখম

অপরাধ 2024-11-21, 12:28am

a-seriously-injured-student-of-class-x-under-treatment-at-hospital-in-kalapara-on-wednesday-4beb119e1d282d12073cbb3f1a86f0cc1732127296.jpg

A seriously injured student of class x under treatment at hospital in Kalapara on Wednesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মো. রিফাত (১৬) নামের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সহপাঠীরা। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের মাদ্রাসা রোড কালভার্টের উপর এ ঘটনা ঘটে।

রিফাতের পিতা মো. রিপন মোল্লা জানান, মঙ্গলবার বিকেল বেলা রিফাত তার সহপাঠী ও সিনিয়র ভাইদের নিয়ে সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে খেলা করতে ছিলো। খেলার সময় সহপাঠীদের সাথে খেলার বিষয় নিয়ে তর্ক হয়। পরে খেলা শেষে বাসায় ফেরার পথে ওঁৎ পেতে থাকা কয়েকজন সহপাঠী  তাদের হাতে থাকা ধারালো দাও দিয়ে রিফাত'র পিঠে উপুর্যুপুরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা চলে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রিফাতকে উদ্ধার করে রিক্সা যোগে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতাল রেফার করেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, ঘটনা শুনে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে, পরিবেশ এখন শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। - গোফরান পলাশ