News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

ডাকাতি শেষে আমেরিকা প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার-২

অপরাধ 2025-07-16, 12:33am

rape-c083531c3989f3257ee59a67ca2b62421752604403.jpg

Rape



পটুয়াখালী:  পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের পার্শ্ববর্তী  টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকার বাসিন্দা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী তরিকুল ইসলাম সুনানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত আনুমানিক দুইটা থেকে তিনটার মধ্যে এই ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ওই শিক্ষকের আমেরিকা প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষণ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭-৮ জনের সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে হাত-পা এবং মুখ বেঁধে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়। এ সময় ওই বাড়িতে থাকা আমেরিকা প্রবাসী নববধূকে চার ডাকাত পালাক্রমে ধর্ষণ করে।

ভুক্তভোগীর স্বামী কাজী তরিকুল ইসলাম সুনান উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। 

এদিকে লোমহর্ষক এ ঘটনার খবর শোনার পর গতকাল সোমবার বিকেলে পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার জাহিদসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং ডিবি পুলিশের সদস্যরা শিক্ষক সুনানের বাড়ি পরিদর্শন করেন। পুলিশের কর্মকর্তারা ভিকটিম পরিবারের কাছ থেকে বিস্তারিত ঘটনা শোনেন।

কাজী তরিকুল ইসলাম সুনান জানান, একতলা ভবনের বারান্দার গ্রীল কেটে ডাকাতদল ঘরে প্রবেশ করে। এরপর ঘরের সবাইকে এক কক্ষে নিয়ে হাত-পা ও চোখ মুখ বেঁধে জিম্মি করে ফেলে। এরপর ডাকাতদলের সদস্যদের হাতে থাকা অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে আলমিরা ও শোকেসের চাবি জোরপূর্বক নিয়ে নেয়। এ সময় ডাকাতদলের সদস্যরা আলমিরা ও শোকেস খুলে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এক পর্যায়ে কাজী সুনানকে হাত, পা, মুখ ও চোখ বেঁধে তাঁর শয়নকক্ষে ফেলে রাখা হয়। ডাকাতরা কাজী সুনানের আমেরিকা প্রবাসী স্ত্রীকে পাশের রুমে নিয়ে যায় এবং চারজনে মিলে পাশবিক নির্যাতন চালায়। 

মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ডাকাতদলের সদস্যরা একতলা ভবনটির প্রতিটি কক্ষে তান্ডব চালায়। ঘরের আলমিরা, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র এবং গৃহস্থালির মালামাল তছনছ করেছে ডাকাতরা। অমানবিক এমন ঘটনায় কাজী সুনানের মা-বোনসহ সদস্যরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।

সুনান জানান, গত মে মাসের প্রথম সপ্তাহে আমেরিকা প্রবাসী ও সিলেটের বাসিন্দা ওই তরুণীকে কলাপাড়া উপজেলার বাসিন্দা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী তরিকুল ইসলাম সুনান বিয়ে করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ইতিমধ্যে পটুয়াখালীতে ধর্ষিতা নববধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ধর্ষিতা ওই নববধূর জবানবন্দী গ্রহন করেছে আদালত। এ ঘটনায় শাকিল ও রাসেল নামে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কলাপাড়া থানায় ডাকাতি (৩৯৫, ৩৯৭) বিধি তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৩) ধারায় মামলা রুজু করা হয়েছে। - গোফরান পলাশ