
রাজধানী থেকে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের মূল হোতা মো. আসাদুজ্জামানকে (৩৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুটি ল্যাপটপ, চোরাই মোবাইল, বিভিন্ন সরঞ্জামাদি ও নগদ অর্থ জব্দ করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজধানীর পল্টন থানার গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপির মিডিয়া বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলিস্তানের পাতাল মার্কেটের গেট সংলগ্ন একটি দোকান থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে মোবাইল কোম্পানির নির্দিষ্ট আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করা হচ্ছে এমন খবরে শনিবার রাতে সেখানে অভিযান চালায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। ওই দোকান থেকে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুটি ল্যাপটপ, সরঞ্জামাদি, ১৬টি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত চোরাই মোবাইল ফোন ও সরঞ্জামাদির আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসাদুজ্জামান ও তার পলাতক সহযোগী রাজন শেখ আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের মূল হোতা। তাদের দলে ১০ থেকে ১২ জন সদস্য রয়েছে, যারা রাস্তায় চুরি, ছিনতাই ও লুটের মাধ্যমে সাধারণ মানুষের মোবাইল ফোন সংগ্রহ করে তাদের কাছে হস্তান্তর করতো। পরবর্তীতে তারা আইএমইআই পরিবর্তন করে ঢাকা মহানগরী ও আশপাশের এলাকায় মোবাইলগুলো গোপনে বিক্রি করতো।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।