News update
  • UN rights chief flags overly police action on US campuses     |     
  • Extraordinary, deep anxiety in Gaza over feared Rafah attack      |     
  • Lighter vessel swept by strong current hits Kalurghat Bridge     |     
  • Melting Himalayan ice boosts Teesta flow: PM Hasina     |     
  • PM blasts US for action on student protests against Gaza genocide     |     

ডিম আমদানি করব না : কৃষিমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2022-09-22, 3:47pm

resize-350x230x0x0-image-192168-1663836281-e7becb9096d2c3f69b1a046d2c4bc6ac1663840030.jpg




দাম বাড়ায় একটু কষ্ট হলেও ডিম আমদানি করা হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, দাম চাহিদার ওপর নির্ভর করে। দাম যা-ই বাড়ুক, দুই-তিন মাস পর তারা ডিম বেচতেই পারবে না।

তিনি বলেন, কোনোভাবেই যেন ডিম আমদানি করা না হয়। আমরা একটু কষ্ট করি তারপরও ডিম আমদানি করব না।

মিয়নমারের সঙ্গে সম্পর্ক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, আমাদের সেনাবাহিনী ও আর্মড ফোর্সের যথেষ্ট সক্ষমতা রয়েছে। মিয়ানমারকে আমরা অবশ্যই মোকাবিলা করতে পারব। আর জাতি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

তিনি বলেন, পশ্চিমা বিশ্ব মানবতার কথা বলে, কিন্তু তারা কাউকে জায়গা দিচ্ছে না। বাংলাদেশ লাখ লাখ রোহিঙ্গা জায়গা ও খাবার দিচ্ছে। তারপরও আমরা যুদ্ধ চাই না।

উন্নয়নের ধারায় থাকা দেশকে যুদ্ধ দিয়ে পিছিয়ে দিতে চাই না বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের সঙ্গে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। ইনশাল্লাহ যুদ্ধ হবে না। মিয়ানমারও সে অবস্থায় নেই। তথ্য সূত্র আরটিভি নিউজ।