News update
  • Enforced Disappearances Commission gets 3.5 months more time     |     
  • July protest raid: JU expels 289 pupils, suspends 9 teachers      |     
  • Govt lowers import duties on fruits for Ramadan     |     
  • Israel Strikes Gaza, Rescuers Report 121 Killed     |     
  • Online train tickets vanish in blink in black market fiasco     |     

আয়কর রিটার্ন জমার সময় আরও বাড়ল

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2022-12-29, 9:37am

resize-350x230x0x0-image-205036-1672248317-1-b3e18ea45532a10ff13c720f3ebaa0371672285058.jpg




আরও একদিন বেড়েছে আয়কর রিটার্ন দাখিলের সময়। ব্যবসায়ী ও করদাতাদের সুবিধার্থে সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২৮ ডিসেম্বর) এনবিআরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিশেষ পরিস্থিতির কারণে এনবিআর নিজস্ব ক্ষমতাবলে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করে। কিন্তু ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার তা ১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ বছর আয়কর মেলার আয়োজন করা না হলেও এনবিআরের আওতাধীন সারাদেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হয়েছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়েছে।

দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) রয়েছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।