News update
  • Prosecution Seeks Highest Penalty for Sheikh Hasina     |     
  • Over Half a Million Students Fail HSC, Equivalent Exams     |     
  • BGMEA says Mirpur fire was not in formal apparel sector units     |     
  • Fire at Shialbari Mirpur, Dhaka chemical godown under control      |     
  • Khaleda admitted to Evercare for health check-ups     |     

শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2023-01-25, 3:49pm

resize-350x230x0x0-image-208823-1674566534-ad000791e0cc7310b2349fd50c45049d1674640163.jpg




দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসব প্রতিষ্ঠানের কাছে খেলাপি ঋণের পরিমাণ ১৬ হাজার ৫৮৭ কোটি ৯২ লাখ টাকা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, ঋণ খেলাপির শীর্ষে থাকা ২০টি কোম্পানি হলো- সিএলসি পাওয়ার কোম্পানি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, রিমেক্স ফুটওয়্যার, রাইজিং স্টিল কোম্পানি, মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স, রূপালী কম্পোজিট লেদার ওয়্যার, ক্রিসেন্ট লেদারস প্রডাক্ট, কোয়ান্টাম পাওয়ার সিস্টেমস, সাদ মুসা ফেব্রিক্স, বি আর স্পিনিং মিলস, এস এ অয়েল রিফাইনারি, মাইশা প্রপার্টি ডেভলাপমেন্ট, রেডিয়াম কম্পোজিট টেক্সটাইল, সামান্নাজ সুপার অয়েল, মানহা প্রিকাস্ট টেকনোলজি, আশিয়ান এডুকেশন, এস এম স্টিল রি-রোলিং মিলস, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, এহসান স্টিল রি-রোলিং এবং সিদ্দিকী ট্রেডার্স। এসব প্রতিষ্ঠানের কাছে মোট ঋণের পরিমাণ ১৯ হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ১৬ হাজার ৫৮৭ কোটি ৯২ লাখ টাকা।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেডের খেলাপি ঋণ ১ হাজার ৬৪০ কোটি ৪৪ লাখ টাকা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের খেলাপি ঋণ ১ হাজার ৫২৯ কোটি ৭৪ লাখ টাকা, রিমেক্স ফুটওয়্যার লিমিটেডের ঋণের পুরোটাই খেলাপি, যার পরিমাণ ১ হাজার ৭৭ কোটি ৬৩ লাখ টাকা, রাইজিং স্টিল কোম্পানি লিমিটেডের খেলাপি ঋণ ৯৯০ কোটি ২৮ লাখ টাকা, মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স (প্রা.) লিমিটেডের ঋণের পুরোটাই খেলাপি, যার পরিমাণ ৯৬৫ কোটি ৬০ লাখ টাকা। রূপালী কম্পোজিট লেদার ওয়্যার লিমিটেডেরও একই অবস্থা। তাদেরও ঋণের পুরোটাই খেলাপি, যার পরিমাণ ৮৭৩ কোটি ২৯ লাখ টাকা।

এ ছাড়া ক্রিসেন্ট লেদারর্স প্রডাক্ট লিমিটেডের স্থিতি ও খেলাপি ঋণের পরিমাণ ৮৫৫ কোটি ২২ লাখ টাকা, কোয়ান্টাম পাওয়ার সিস্টেমস লিমিটেডের স্থিতি ও খেলাপি ঋণের পরিমাণ ৮১১ কোটি ৩৩ লাখ টাকা, সাদ মুসা ফেব্রিক্স লিমিটেডের খেলাপি ঋণ ৭৭৬ কোটি ৬৩ লাখ টাকা, বি আর স্পিনিং মিলস লিমিটেডের স্থিতি ও খেলাপি ঋণের পরিমাণ ৭২১ কোটি ৪৩ লাখ টাকা ও এস এ অয়েল রিফাইনারি লিমিটেডের খেলাপি ঋণের পরিমাণ ৭০৩ কোটি ৫৩ লাখ টাকা।

অন্যদিকে মাইশা প্রপ্রাটি ডেভোলমেন্ট লিমিটেডের খেলাপি ঋণের পরিমাণ ৬৬৩ কোটি ১৮ লাখ টাকা, রেডিয়াম কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের খেলাপি ঋণ ৬৬০ কোটি ৪২ লাখ টাকা, সামান্নাজ সুপার অয়েল লিমিটেডের খেলাপি ঋণ ৬৫১ কোটি ৭ লাখ টাকা, মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেডের ঋণের স্থিতি ও খেলাপি ঋণের পরিমাণ ৬৪৭ কোটি ১৬ লাখ টাকা, আশিয়ান এডুকেশন লিমিটেডের খেলাপি ঋণ ৬৩৫ কোটি ৯৪ লাখ টাকা, এস এম স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের খেলাপি ঋণ ৬৩০ কোটি ২৬ লাখ টাকা, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের খেলাপি ঋণ ৬২৩ কোটি ৩৪ লাখ টাকা, এহসান স্টিল রি-রোলিং লিমিটেডের খেলাপি ঋণ ৫৯০ কোটি ২৩ লাখ টাকা এবং সিদ্দিকী ট্রেডার্সের খেলাপি ঋণের পরিমাণ ৫৪১ কোটি ২০ লাখ টাকা বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তথ্য সূত্র আরটিভি নিউজ।