News update
  • Rally held at DU against Israeli Zionism     |     
  • 30 injured, bogies derailed as two trains collide in Gazipur     |     
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     

২৪ দিনে প্রবাসী আয় প্রায় ১৬০ কোটি ডলার

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2023-03-27, 7:47pm

resize-350x230x0x0-image-217457-1679924668-7b0104fa69596421644342d8302c6cd11679924874.jpg




চলতি মাসের (মার্চ) প্রথম ২৪ দিনে প্রবাসীরা ১৫৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। দৈনিক গড়ে এসেছে ৬ কোটি ৬৬ লাখ ডলার।

সোমবার (২৭ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৬ কোটি ১৫ লাখ ৪০ হাজার ডলার এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ডলার।

এ ছাড়া বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এ‌সে‌ছিল ১৯৬ কোটি মার্কিন ডলার এবং ফেব্রুয়ারিতে এ‌সে‌ছিল ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার।

উল্লেখ্য, গত বছর প্রবাসীরা দুই হাজার ১২৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।