News update
  • Zubaida Rahman heading to Dhaka to join Khaleda Zia’s UK flight     |     
  • Israeli Assault Has Plunged Gaza Into Worst Economic Collapse     |     
  • Woman sent to jail on charges of killing 8 puppies in Pabna     |     
  • UN Assembly Urges Decisive Action to Resolve Israel-Palestine Conflict     |     
  • Sediment-borne fertility transforms northern Bangladesh     |     

ভারতীয় ট্রাকচালককে মারধর, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2023-06-04, 4:50pm

resize-350x230x0x0-image-226164-1685875162-f5de9e4541da9c860c5ed9abf50137dc1685875817.jpg




ভারতীয় ট্রাকচালককে মারধরের প্রতিবাদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন করছেন না ভারতীয় ট্রাক চালকরা। ফলে সকাল থেকেই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে পানামা পোর্ট অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম।

রোববার (৪ জুন) হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

হারুন উর রশিদ হারুন, শনিবার (৩ জুন) বিকেলে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট অভ্যন্তরে ভারতীয় ট্রাকচালক বাহিরে যেতে চাইলে তাকে লেবার সরদার বেধড়ক মারধর করে। তারই জের ধরে রোববার সকাল থেকে তারা পণ্য পরিবহন বন্ধ রেখেছে; ফলে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমরা দুই দেশের ব্যবসায়ীরা আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্ঠা করতেছি। তথ্য সূত্র আরটিভি নিউজ।