শেষ মুহুর্তের ঈদ কেনাকাটায় ভিড় জমেছে রাজধানীর মার্কেট, শপিংমলগুলোতে। ফুটপাতেও ধুম লেগেছে কেনাকাটার। সাধ আর সাধ্যের সমন্বয়ে ক্রেতারা কিনছেন পোশাক, জুতা, অলঙ্কার ও কসমেটিকসসহ প্রয়োজনীয় নানা জিনিসপত্র।
রোববার (৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন শপিংমল ও এলাকা ঘুরে দেখা যায়, বেচাকেনায় জমজমাট ঈদের বাজার। শেষ মুহুর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত সব শ্রেণিপেশার মানুষ।
মার্কেট, শপিংমলের পাশাপাশি ফুটপাতেও ধুম লেগেছে ঈদ কেনাকাটার। পছন্দমতো কেনাকাট করছেন ক্রেতারা। তবে রয়েছে বরাবরের মতোই দাম বেশি হাঁকার অভিযোগ।
ক্রেতারা বলেন, শেষ সময়ে এসেও দাম ছাড়ছেন না ব্যবসায়ীরা। সবকিছুর দামই তুলনামূলক বেশি।
এদিকে, পোশাকের পর জুতা, অলংকার ও কসমেটিকসের দোকানেও ভিড় করছেন ক্রেতারা। তারা জানান, ঈদ কেনাকাটা চলে চাঁদরাত পর্যন্ত। পোশাকের সঙ্গে ম্যাচিং করে জুতা, অলংকার না কিনলে ঈদের আনন্দ জমে না।
মাসজুড়েই চলেছে ঈদের কেনাকাটা। তবে শেষ সপ্তাহে বেড়েছে ক্রেতার উপস্থিতি। বাকি দিনগুলোতেও ভালো বিক্রির আশা ব্যবসায়ীদের। তারা বলেন, চাঁদরাত পর্যন্ত বেচাকেনা চলবে। তবে বেশি চাপ যাবে শেষ দুই দিনই।
ব্যবসায়ীদের দেয়া তথ্যমতে, এবার ঈদে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, টিশার্ট, শাড়ি, সালোয়ার, কামিজ, জুতাসহ অন্যান্য জিনিসপত্র। সময় সংবাদ