News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

শতভাগ কারখানায় বেতন-ভাতা পরিশোধ : বিজিএমইএ

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-04-10, 7:29pm

image-266772-1712748969-f5a2824511b9b9cb8e4ab5772eaea89d1712755807.jpg




বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি বলেছেন, এবার ঈদের আগে শতভাগ পোশাক কারখানা তাদের শ্রমিকদের মার্চের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করেছে। বিজিএমইএর হস্তক্ষেপে এ সফলতা এসেছে বলে দাবি করেন তিনি।

বুধবার (১০ এপ্রিল) রাজধানীর উত্তরায় পোশাক শিল্প মালিকদের সংগঠন ‘বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি’ (বিজিএমইএ) এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন এস এম মান্নান কচি।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ৬০০ কারখানাকে চিহ্নিত করে ছিলাম। যারা বেতন ও বোনাস পরিশোধের ক্ষেত্রে আর্থিক সমস্যার সম্মুখীন ছিল। এ থেকে উত্তরণে সমিতির ৫০ জনের সমন্বয়ে ২২টি কমিটি করা হয়। যারা দেশব্যাপী মনিটরিং করে এ তালিকা ২৫ টিতে নামিয়ে আনে। বিজিএমইএর হস্তক্ষেপে সেই ২৫টি কারখানাতেও শ্রমিকদের পাওনা অর্থ পরিশোধ করা হয়েছে।

এর মধ্য দিয়ে বিজিএমইএর সদস্যভুক্ত সব কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন হলো বলে আশ্বস্ত করা হয়।

এর আগে দেশের কয়েকটি স্থানে শ্রমিকরা তাদের পাওনা পরিশোধের দাবিতে আন্দোলন করে। প্রতি ঈদের আগেই কিছু কারখানায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়; যা এবার ঈদের আগেই সমাধান হয়েছে বলে সম্মেলনে দাবি করেন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি। তথ্য সূত্র আরটিভি নিউজ।