News update
  • IFC for united movement to realise fair share of water from India     |     
  • Attacks on foreign students, including Bangladeshis, in Kyrgyzstan     |     
  • “BB lost ability to make independent decisions for banking sector”     |     
  • Flash floods kill at least 68 people in Afghanistan     |     

স্বর্ণের দাম আরও কমলো

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-04-24, 6:13pm

oiuioqwr9q9r8q98-35c3bfe19fef32a19f71c81082e3d8521713960828.jpg




চলতি মাসে তিন দফা বাড়ানোর পর পরপর দুদিন স্বর্ণের দাম কমলো। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ১৩৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা।

বুধবার (২৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন বিকেল ৪টা ৫০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সমিতিটি।

জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৩ এপ্রিল) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৩৮ টাকা কমিয়ে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা করা হয়।