News update
  • Iran's president, FM, others found dead at copter crash site     |     
  • Climate change impacts millions in India     |     
  • Deadly strikes hit Gaza as US envoy visits Israel     |     
  • Iran's Red Crescent chief says Raisi's helicopter found, situation 'not good'     |     
  • 'No sign of life' at crash site of helicopter carrying Iran's president     |     

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-04-27, 2:58pm

kdjfhsfjis-340eebf449a405a5526c365a2c5484e31714208320.jpg




পেশাগত স্বাস্থ্য ও সেইফটি’ দিবসে দেশের ১২টি খাতের ২৯টি কারখানা ও প্রতিষ্ঠান পাচ্ছে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩। ১২টি খাত হলো-তৈরি পোশাক (ওভেন), তৈরি পোশাক (নিট), টেক্সটাইল, চা, সিমেন্ট, প্লাস্টিক, চামড়া (ফিনিশড গুডস), চামড়া (ট্যানারি), ফার্মাসিউটিক্যালস, টাইলস অ্যান্ড সিরামিক, ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারক ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ। বিজয়ী কারখানা ও প্রতিষ্ঠানস পুরস্কার হিসেবে এক লাখ টাকা, একটি ক্রেস্ট, একটি মেডেল এবং সার্টিফিকেট পাবে।

শনিবার (২৭ এপ্রিল) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ কে এম ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-

১. তৈরি পোশাক (ওভেন)

এআর জিনস প্রডিউসার লি., মাহমুদা এ্যাটার্স লিমিটেড, ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড, ডিজাইনার ফ্যাশন লিমিটেড, সাউদার্ন গার্মেন্টস লি., জিরাবো।

২. তৈরি পোশাক (নিট)

পাকিজা নিট কম্পোজিট লিমিটেড, ইপিলিয়ন নীটওয়্যারস লিমিটেড, লায়লা স্টাইল লি., জিএমএস টেক্সটাইল লিমিটেড, জেনেসিস ফ্যাশন্স লিমিটেড, অকো টেক্স লি.

৩. টেক্সটাইল

ফোর এইচ ডায়িং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, এনভয় টেক্সটাইলস লিমিটেড, পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস।

৪. চা

মির্জাপুর চা বাগান, চাতলাপুর চা কারখানা, জেরিন চা বাগান, গাজীপুর চা বাগান।

৫. চামড়া (ফিনিশড গুডস)

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লি., এপেক্স ফুটওয়্যার লিমিটেড, এফ বি ফুটওয়্যার লিমিটেড।

৬. চামড়া (ট্যানারি)

এস এ এফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

৭. সিমেন্ট

লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

৮. প্লাস্টিক

বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লি.

৯. ফার্মাসিউটিক্যালস

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি.

১০. টাইলস অ্যান্ড সিরামিক

শাইনপুকুর সিরামিকস লি.

১১. ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারক

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি।

১২. খাদ্য প্রক্রিয়াজাতকরণ

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি.