বিগত সরকারের আমলে নানা কারণে সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি তাদের যাবতীয় ব্যাংক লেনদেন, ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে বলে জানা গেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল–১৫ সূত্রে।
এ সংক্রান্ত চিঠিতে এস আলম (সাইফুল আলম), তার স্ত্রী ফারজানা পারভীন, মা চেমন আরা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি তাদের পিতা-মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে।
দেশের ৬৪টি ব্যাংক, ১৫টি আর্থিক প্রতিষ্ঠান, সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো কর অঞ্চল ১৫–এর চিঠিতে এসব তথ্য চাওয়া হয়েছে। এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের সঙ্গে এস আলম ও তার পরিবারের সদস্যদের কী ধরনের লেনদেন হয়েছে, তার তথ্যও চাওয়া হয়েছে।
চিঠিতে এস আলমের স্ত্রী ফারজানা পারভীন, ভাই আবদুল্লাহ হাসানকে এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিস, এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এস আলমের মা চেমন আরা বেগমকে এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিসের পরিচালক হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এনবিআর সূত্র জানায়, শুধু এস আলমই নয়; এ রকম কর ফাঁকি–সংক্রান্ত অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের সবারই ব্যাংক হিসাব তলব করার পাশাপাশি অনুসন্ধান চালাবে আয়কর বিভাগ। সময় সংবাদ।