News update
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     
  • Dengue: 5 more die, 1,147 hospitalised in 24hrs     |     
  • UN Report Warns Inequality Fuels Global Pandemic Vulnerability     |     

প্রবাসী আয়: ১৭ দিনে এলো ১১৩ কোটি ডলার

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-08-19, 11:56pm

ewirueiwuriowo-b87b6f6cc3d73912d176b0c175a31e901724090193.jpg




প্রবাসী আয়ে লেগেছে পালের হাওয়া। চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে (১ থেকে ১০ আগস্ট) প্রবাসী আয় প্রতিদিন গড়ে এসেছিল চার কোটি ৮২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। সেখানে মাসটির শেষ সাতদিনে (১১ থেকে ১৭ আগস্ট) প্রবাসী আয় প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৩০ লাখ ৬০ হাজার ডলার।
সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়, চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনে (১ থেকে ১৭ আগস্ট) প্রবাসী আয় দেশে এসেছে ১১৩ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। যেখান মাসটির প্রথম ১০ দিনে প্রবাসী আয় এসেছিল ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলার। মাসটির শেষ সাত দিনে প্রবাসী আয় এসেছে ৬৫ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার। 
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের আগস্ট মাসের প্রথম ১৭ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৯৪ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ২৯ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে তিন কোটি ৭৬ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২১ লাখ ৫০ হাজার ডলার। 
দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম ১৭ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় ২৫ কোটি ৫৩ লাখ ২০ হাজার ডলার এসেছে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৭২ লাখ ৯০ হাজার ডলার। এরপর ব্র্যাক ব্যাংকের মাধ্যমে সাত কোটি ৯৮ লাখ ৯০ হাজার ডলার, ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৪৫ লাখ ডলার এবং জনতা ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার এসেছে।   
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ১৯৯ কো‌টি ৭০ লাখ ৭০ হাজার ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার, মেতে ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার, জুনে ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এসেছে। আগের বছরের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার, নভেম্বরে ১৯৩ কোটি ৪০ হাজার ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এনটিভি