News update
  • WHO Says Traditional Medicine Use Surges Worldwide     |     
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     

‘বাংলাদেশ থেকে পোশাক উৎপাদনের বড় একটি অংশ ভারতে চলে যেতে পারে’

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-09-06, 2:59pm

img_20240906_150049-8ac11d9555fe07b9961b523a08a5a2f01725613267.jpg




রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী বছরগুলোতে বাংলাদেশ থেকে পোশাক উৎপাদনের বড় একটি অংশ ভারতে চলে যেতে পারে বলে মনে করেন রেমন্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গৌতম সিংহানিয়া। ভারতের সংবাদপত্র দ্য টাইমস অব ইন্ডিয়াকে তিনি এ কথা বলেন।

ওই প্রতিবেদনে তিনি বলেন, তার কোম্পানি বিশ্বব্যাপী খেলোয়াড়দের পোশাক সরবরাহ করার জন্য বিনিয়োগের সুযোগটি ব্যবহার করতে প্রস্তুত।

গৌতম সিংহানিয়া বলেন, আমরা বাংলাদেশে কাপড় বিক্রি করি। সাম্প্রতিক সংকটের পর সেই সব ব্যবসা এখানে ফিরে আসছে। একবার ব্যবসা এখানে স্থানান্তরিত হলে তা আর ফিরে যাবে না।

তিনি আরও বলেন, তাদের (বাংলাদেশের) কাপড়ের সরবরাহ নেই। আমাদের এখানে (ভারতে) কাপড় এবং তৈরি পোশাকশিল্পের ভিত্তি আছে। এখন বল ছুড়ে দেওয়া হয়েছে। আমাদের এটা ধরতে হবে।

রেমন্ডপ্রধান বলেন, পোশাক উৎপাদন ক্ষমতা প্রসারিত করতে রেমন্ড প্রায় ২০০ কোটি রুপি বিনিয়োগ করেছে। সিংহানিয়া আশা করেন যে কোম্পানিটি বড় ক্রেতাদের সরবরাহ করছে। তিনি বলেন, আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম পোশাক প্রস্তুতকারক; আমরা বছরে ১০ মিলিয়ন পিস পোশাক তৈরি করি। চীনের মাত্র দুটি কোম্পানি এর চেয়ে বেশি পোশাক প্রস্তুত করে। কিন্তু তারা সস্তা পোশাক প্রস্তুত করে। আজ, সমস্ত যুক্তরাষ্ট্রের গ্রাহকরা আমাদের সাথে আছে। উদাহরণস্বরূপ, যেমন– হুগো বস, সিকে, মাসিস, জেসিপেনি ইত্যাদি। ৭০০০ কোটি রুপি (রাজস্ব) থেকে ১২০০ কোটি রুপি এখান থেকেই আসবে।

সম্প্রতি বার্তা সংস্থা পিটিআইকেও গৌতম সিংহানিয়া বলেন, বর্তমান পরিস্থিতিতে রেমন্ডের সামনে যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে চান তারা। আরটিভি নিউজ।