অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। এ জন্য আমাদের সরকারি অর্থের অপচয় কমাতে হবে। এক্ষেত্রে কষ্ট দিয়ে কারও কাছ থেকে রাজস্ব আদায় করা যাবে না। করদাতাদের মনে যেন ভীতি তৈরি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘বিদেশি ঋণে ঝুঁকে না পড়ে আমাদের নিজস্ব উৎস থেকে অর্থের সংস্থান করতে জোর দিতে হবে। করদাতাদের মনে যেন ভীতি তৈরি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।’
করদাতাদের প্রতি ন্যায়বিচার করার জন্য রাজস্ব কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘কর কাঠামোতে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। নিজের জন্য না হলেও দেশের স্বার্থে সবাইকে কর দিতে হবে। রাজস্ব আদায়ে দীর্ঘসূত্রতা কমাতে হবে। প্রত্যক্ষ করে ফাঁকি দেওয়া যায় না। কিন্তু আমাদের পরোক্ষ করে ঝামেলা আছে। কষ্ট দিয়ে কারও কাছ থেকে রাজস্ব আদায় করবেন না।’ তথ্য সূত্র এনটিভি নিউজ।