News update
  • Unified Action Must to Revive Bangladesh’s Ailing Rivers: Rizwana     |     
  • France welcomes Foundation for Strategic & Development Study     |     
  • Countrywide combined night police patrols begin: Adviser     |     
  • Miscreants Launch Attack on Air Force Base in Cox's Bazar: ISPR     |     
  • Munshiganj General Hospital catches fire; no injury reported     |     

ফের বাড়ল স্বর্ণের দাম

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-09-25, 6:43am

leonardo_phoenix_a_beautifully_lit_intricately_designed_gold_j_aiiii-da04759fa0631bf419c333c4afb624e11727225001.jpg




টানা ছয় দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল। সেখান থেকে ফের তিন দফা বাড়ল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এই ধাতুটির দাম এক লাফে ভরিপ্রতি বাড়ল দুই হাজার ৬১৩ টাকা, যা আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, এবারে ভালো মান বা ২২ ক্যারেটের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দুই হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল এক লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ হিসেবে বিবেচ্য।

মঙ্গলবার বাজুসের স্ট্যাডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দামও বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়, যা আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।