ব্যক্তি কিংবা রাজনৈতিক দল নিয়ন্ত্রণের কথা বললে অর্থনীতি সংকুচিত হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
শনিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্নেস স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে তিনি এই মন্তব্য করেন।
দেবপ্রিয় বলেন, ‘সংস্কারের দুটি অংশ, প্রথমটি জমে থাকা সংস্কার। যেগুলো আগের সরকারের সংস্কার করা উচিত ছিল। দ্বিতীয়টি হলো মধ্যম আয়ের দেশে যাবার জন্য কি করবো। অর্থনৈতিক পরিস্থিতিতে যদি স্বস্তি না পায় প্রাতিষ্ঠানিক সংস্কার বা নির্বাচনে আগানোর দিকে বাধাগ্রস্ত হবো।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্র যখন কুক্ষিগত হয়ে যায় তখন সবচেয়ে বড় ভূমিকা যাদের রাখার কথা তারা হলো আপনারা যারা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখেন। তাহলে সে উচ্চবর্গীয় মানুষরা কেন গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি করতে ব্যর্থ হয়ে গেলো?’
‘প্রকৃত মজুরির দিকে লক্ষ্য রাখতে হবে, পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ করতে হবে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা নির্ধারণ করবে আমরা কবে প্রাতিষ্ঠানিক সংস্কার বা নির্বাচনের দিকে যাবো, যোগ করেন দেবপ্রিয়।
এই অর্থনীতিবিদ বলেন, ‘আমরা যদি মনে করি অন্তর্বর্তী সরকার যদিও তারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে তারাই সব সমাধান করে দিয়ে যাবে বিদেশিদের সহায়তায়। এমন ভ্রান্ত জগতে যদি আমরা বসবাস করি তাহলে বিপ্লব করাটাই তো ভুল হয়ে গেছে। এখানে প্রত্যেকেই যে যার দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে আমরা উচ্চমর্গের মানুষেরা যে ভুল করেছি সেটা যেনো আমাদের নতুন প্রজন্মের কাছে সংশোধন করে তুলে ধরতে পারি।’