News update
  • BNP senses ‘dangerous conspiracy’ against democratic transition     |     
  • CEC Vows Credible Election to End Stigma     |     
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     

পুঁজিবাজারে বেড়েছে সূচকসহ লেনদেন

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-11-11, 5:23pm

dse-3d63699dbba3993d1aac715333f252041731324198.jpg




দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (১১ নভেম্বর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বাড়ল ৬৭ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস রোববারের তুলনায় এদিন বাজারে মূলধন বেড়েছে। লেনদেন বেড়ে আজ ৫৭৬ কোটি টাকার ঘরে অবস্থান করেছে। 

অনুসন্ধানে জানা যায়, গত রোববার লেনদেন হয়েছিল ৫৫৯ কোটি ৬৬ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৫৬ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭০ হাজার ৯৫১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬৮ হাজার ৬৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। 

আজ প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৩৩ দশমিক ৪২ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২৬৫ দশমিক ৮৪ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ২৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৭৭ দশমিক ৪৫ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯৫ দশমিক ২৯ পয়েন্টে। 

ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯৮টির ও কমেছে ১৩৩টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬৪টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের ১৭ কোটি ১০ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ১৪ কোটি চার লাখ টাকা, ইউনিক হোটেলের ১২ কোটি ৯৮ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১১ কোটি ৭৮ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ১১ কোটি ৪০ লাখ টাকা, গ্রামীণফোনের ১১ কোটি ৩১ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ৯ কোটি ৮৬ লাখ টাকা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৯ কোটি ৮০ লাখ টাকা এবং অগ্নি সিস্টেমসের ৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মনোস্পুল পেপারের শেয়ার। কোম্পানিটির ইউনিটের দর কমেছে ১১ দশমিক ৬০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। তথ্য সূত্র এনটিভি নিউজ।