News update
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     

আকুর দায় শোধের পর দেশের রিজার্ভ কমলো

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-11-12, 4:41pm

7b9bc4f3575c600014b32cb75ea97e57579f533853a2a256-193173ccd971cd170f013c29fe1d89121731408064.jpg




এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ২০ বিলিয়নের নিচে নেমে এসেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত রোববার (১০ নভেম্বর) সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আকুর বিল পরিশোধ করা হয়েছে ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। তাতে বিপিএম৬ পদ্ধতি (আইএমএফ) অনুসরণ করে রিজার্ভের পরিমাণ ১৮ দশমিক ৪৬ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। আর গ্রস রিজার্ভ রয়েছে ২৪.১৯৬ বিলিয়ন ডলার।

বড় অঙ্কের আকু পেমেন্ট হওয়ার কারণে রিজার্ভ সাময়িক কমেছে জানিয়ে মুখপাত্র বলেন, তবে রেমিট্যান্সের ধারা ঊর্ধ্বমুখী ও রফতানি আয় বাড়ছে। এতে বৈদেশিক মুদ্রা আসায় রিজার্ভ আবার আগের অবস্থানে ফিরে আসবে।

এর আগে গত সপ্তাহে দীর্ঘদিন পর বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। আর গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৫৭৩ কোটি মার্কিন ডলার বা ২৫ দশমিক ৭৩ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, দেশের রফতানি আয় গত অক্টোবর মাসে ২০.৬৫ শতাংশ বেড়ে ৪.১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সময় সংবাদ।