News update
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     

স্বর্ণের দাম ভরিপ্রতি কমল ১৬৮০ টাকা

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-11-15, 6:53am

gold_freepick-e97d35fdcd6fbfa98c5c4067251506881731632010.jpg




টানা ছয় দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল। পরে ফের চার দফা বেড়ে গত ২৯ সেপ্টেম্বর কমেছিল স্বর্ণের দাম। সেখান থেকে টানা তিন দফায় বাড়ার পর ফের চার দফা কমল স্বর্ণের দাম। বৃহস্পতিবার  (১৪ নভেম্বর) স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ভালো মান বা ২২ ক্যারেটের ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৬৮০ টাকা কমানো হয়েছে। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। আজ বাজুসের স্ট্যাডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং শাখার চেয়ারম্যান মাসুদুর রহমান এ তথ্য জানান।

মাসুদুর রহমান বলেন, ‘স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দামও কমল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ মঙ্গলবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়, যা আগামী শুক্রবার (১৫ নভেম্বর ) থেকে কার্যকর হবে। আজ ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা  বেচাকেনা হয়েছে। যা আগামীকাল শুক্রবার ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা বেচাকেনা হবে।’

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে আগামীকাল শুক্রবার থেকে ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১০ হাজার ৬১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯০ হাজার ২৩৩ টাকায় বেচাকেনা করা হবে। যেখানে আজ ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯১ হাজার ৪১১ টাকায় বেচাকেনা হয়েছে। এনটিভি নিউজ।