দিনকে দিন ভোক্তার সাধ্যের বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের বাজার। একটি পণ্যের দাম কমে তো বাড়ে দুটি পণ্যে। অর্থাৎ ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে বাজার দর।
বাজারে আলুর সরবরাহে তেমন ঘাটতি না থাকলেও কয়েক দিনের ব্যবধানে কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, প্রায় তিন সপ্তাহ ধরে বাজারে আলুর দাম বাড়তি। হিমাগার থেকেই এখনও বেশি দামে কিনতে হচ্ছে পণ্যটি। ফলে আলুর দাম কমছে না।
এদিকে মানভেদে ১০ থেকে ২০ টাকা কমেছে পেঁয়াজের দর। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। আমদানিকৃত পেঁয়াজ পাঁচ থেকে ১০ টাকা কমে মানভেদে ৮৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে শীতের মৌসুমি সবজির সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমছে। তিন সপ্তাহ আগেও ২৩০-২৪০ টাকায় শিম বিক্রি হলেও বর্তমান বাজারে ১০০-১২০ টাকায়। এ ছাড়া অন্যান্য সবজির মধ্যে কিছুর দাম কমেছে আবার কিছু আগের দামে স্থিতিশীল রয়েছে।
হঠাৎ কেজিতে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে ইলিশ মাছে। তবে দেশি অন্যান্য মাছের দাম কমেছে। গরুর মাংস আগের দামে বিক্রি হলেও কেজিপ্রতি খাসি ও ছাগলের মাংসে কমেছে ৫০ টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায় আর সোনালি মুরগি তিনশ।
বাজারে আসতে শুরু করেছে বিআর-২৮ জাতের নতুন চাল। কেজিতে কমেছে ৩ টাকা। অন্যান্য চালের দাম কমতে আরও কিছুটা সময় লাগবে।আরটিভি