News update
  • Alamdanga’s disabled Zahurul sees the world through his hands     |     
  • Touhid dismisses Indian media reports linking Dhaka for Delhi blast     |     
  • IOM, HCI partner to combat human trafficking in Rohingya camps     |     
  • Gold price goes up again in Bangladesh     |     
  • Suicide bomber targets Islamabad court, killing 12 people, wounding 27     |     

পটুয়াখালীতে মামলা করে বিপাকে পড়েছেন গৃহবধূ

আদালত 2022-09-06, 10:02pm

News Conference of Housewife Runu Aktar at Patuakhali Press Club



পটুয়াখালী: পটুয়াখালীতে স্বামী-সন্তানের উপর হামলার ঘটনায় আদালতে মামলা করে বিপাকে পড়েছেন এক গৃহবধূ। মামলার জেরে অভিযুক্তরা নানাভাবে বাদিকে অশ্লীল ভাষায় গালমন্দ সহ হুমকী-ধামকী দিয়ে নিজ বসত ভিটা ছাড়তে বলছেন বলে অভিযোগ ওই গৃহবধূ। মঙ্গলবার পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মোসাঃ রুনু আক্তার। এঘটনায় পুলিশের পক্ষ থেকে অসহযোগীতার অভিযোগ উঠেছে। তবে এসকল অভিযোগ অস্বীকার করে সদর থানার এসআই রতন কুমার হাওলাদার বলেন, মেডিকেল রিপোর্ট পেলে প্রতিবেদন দেব। হতাশ হওয়ার কিছু নেই।

সংবাদ সম্মেলনে গৃহবধূ রুনু আক্তারের ছেলে ফেরদৌস লিখিত বক্তব্যে বলেন, গত ৩১ আগষ্ট পৈত্রিক সম্পত্তি বন্টনের কথা বলে তার বাবা মো. ফোরকান হাওলাদারকে ঘরে ডেকে নিয়ে যায় চাচা রফিক হাওলাদার। সেখানে বাকবিতন্ডা হলে হারুন হাওলাদার ও তার স্ত্রী শাহনাজ এবং রফিক হাওলাদার ও তার স্ত্রী তামান্না তার বাবাকে মারধোর করে মারাত্মক জখম করে। হামলার ঘটনায় তার বাবা  ফোরকান পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার পরে মা রুনু আক্তার বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্তরা বাদী ও স্বাক্ষীকে নানা ভাবে হয়রানী সহ হেনস্তা করছেন বলে অভিযোগ করেন তারা। এর পূর্বে তার মা ও ফেরদৌস মারধোরের শিকার হয়েছেন। অভিযুক্তরা তাদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে র্দীঘদিন থেকে নানা ভাবে হয়রানী করে আসছে। 

এদিকে অভিযোগ অস্বীকার করে রফিক হাওলাদার বলেন, ফোরকান আমাকে মারতে এসে নিজেই আহত হয়েছে। আমরা তাকে কিছু বলিনি। - গোফরান পলাশ