News update
  • EC asks printing presses not to print election posters     |     
  • Protect your votes, conspiracies still on: Tarique to voters     |     
  • US ambassador warns of China's growing manufacturing dominance     |     
  • PKSF, BARC join hands to boost agricultural research and growth     |     
  • Govt Officials Barred From Backing ‘Yes’ or ‘No’ in Vote     |     

পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক আটক, লাখ টাকা জরিমানা

আদালত 2022-09-21, 2:50pm

A fake doctor is being fined at Galachipa Upazila of Patuakhali district.



পটুয়াখালী: পটুয়াখালীতে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে  তাকে এক লাখ টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার গলাচিপা উপজেলার পৌর শহর থেকে তাকে আটক করা হয়। ওই ব্যক্তির নাম মো. জালাল আহমেদ (৫০)। তিনি দীর্ঘ দিন ধরে পৌর শহরের চৌরাস্তায় ফার্মেসি দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন হেলাল বলেন, জালালের উপযুক্ত ডিগ্রি ছিল না। তার ওপর তিনি অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি জানান, অভিযোগ পেয়ে আটকের পর তাকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে জরিমানার টাকা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মোমেন, মেডিক্যাল অফিসার ডা. নূর উদ্দিন। - গোফরান পলাশ