News update
  • Truck-microbus collision kills 5 in Habiganj     |     
  • Hamas makes 3-phased counteroffer for ceasefire with Israel     |     
  • Ten dead, 21 missing after heavy rains in Brazil     |     
  • Rain likely over Ctg, Sylhet, Dhaka, M’singh and Barisal Divs     |     
  • Khaleda Zia hospitalised again      |     

বিধি প্রণয়ন ছাড়া পানির দাম বৃদ্ধি নয় : হাইকোর্ট

গ্রীণওয়াচ ডেস্ক আদালত 2023-03-16, 8:12pm

resize-350x230x0x0-image-216120-1678963764-84c17ef5314b0b70554eaa44f5d51c9b1678975925.jpg




‘বিধি প্রণয়ন ছাড়া ওয়াসার পানির দাম বাড়ানো যাবে না’ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত দুটি রিট নিষ্পত্তি করে বৃহস্পতিবার (১৬ মার্চ) বিচারপতি মুজিবর রহমান মিঞার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

একইসঙ্গে ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের পারফরম্যান্স বোনাসও বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বিধি প্রণয়ন ছাড়া পানির দাম নির্ধারণ ওয়াসা আইনের পরিপন্থি। ওয়াসার কর্মীরা প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ায় তারা জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতাদি পেয়ে থাকেন। তাই ওয়াসার কর্মীরা কোনো ‘পারফরম্যান্স বোনাস’ ও ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ পেতে পারেন না।

এর আগে, গত বছরের ৩১ জুলাই ঢাকা ওয়াসায় উৎসাহ বোনাস বা পারফরম্যান্স আ্যওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন।

এদিকে বৃহস্পতিবার (১৬ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, রাজধানীতে সবার জন্য পানির দাম এক হবে না, এলাকাভিত্তিক দাম নির্ধারণ করতে হবে। আমি ওয়াসাকে বলবো তারা যাতে এলাকা ভিত্তিক পানির দাম নির্ধারণ করে। তথ্য সূত্র আরটিভি নিউজ।