News update
  • Spanish tourists among four killed in Afg shooting     |     
  • BD, South Asian students under attack by violent mobs in Kyrgyzstan     |     
  • Woman, son among four die as lightning strikes in Narsingdi     |     
  • BD, Indian, Pakistani students under attack by mobs in Kyrgyzstan     |     
  • Journalists don’t need to enter BB, every info on website: Quader     |     

সুপ্রীম কোর্টের আপীল বিভাগে ২ বিচারপতির নিয়োগ ৪১ জনকে ডিংগিয়ে

আদালত 2024-04-25, 11:32pm

judge-thinking-802801a5725f9bed712643508ba8faa81714066325.png

Judge thinking. Wikimedia Commons.



বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে গতকাল (বুধবার) চমকপ্রদভাবে ৩ (তিন) জন বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে।তাদের মধ্যে জ্যেষ্ঠতার তালিকায় হাইকোর্ট বিভাগে দ্বিতীয় অবস্থানে থাকা জনাব মুহাম্মদ আব্দুল হাফিজ অন্যতম।তিনি আগামী ৩১ মে,২০২৪ অবসরে যাবেন।অর্থাৎ মাত্র ৩৭ দিনের জন্য তাকে আপীল বিভাগে নেয়া হয়েছে।চার দলীয় জোট সরকারের আমলে  ২৭ এপ্রিল,২০০৩ তাকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়।তার প্রায় ৬ (ছয়) বছর পর ২০০৯ সালের ৩০ জুন নিয়োগ লাভ করেন বর্তমান প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান।তিনি আগামী ১০ জানুয়ারি,২০২৬ পর্যন্ত প্রধান বিচারপতি পদে বহাল থাকবেন।

আপীল বিভাগে নিয়োগকৃত অপর দুজন বিচারপতির মধ্যে জনাব মোঃ শাহীনুল ইসলাম হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতার তালিকায় ৪২ নাম্বারে এবং মিসেস কাশেফা হোসেন ৪৩ নাম্বারে ছিলেন।অর্থাৎ ৪১ জন সিনিয়র বিচারপতিকে ডিঙ্গিয়ে (supersede) তাদের দুজনকে আপীল বিভাগে নিয়োগ করা হয়েছে।বর্তমান সরকারের সময় ২০১৩ সালের ৫ আগস্ট তারা দুজন হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ লাভ করেছিলেন।

আওয়ামী লীগ সরকারের আমলে প্রথম ৩০ জুন, ২০০৯ তারিখে বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ৫ (পাঁচ) জন বিচারপতি হাইকোর্ট বিভাগে নিয়োগ লাভ করেন।তারপর থেকে এ পর্যন্ত নিয়োগকৃত বিচারপতিদের মধ্যে ৭৫ (পঁচাত্তর) জন হাইকোর্ট বিভাগে এবং ৪ (চার) জন আপীল বিভাগে কর্মরত আছেন।হাইকোর্ট বিভাগের ঐ ৭৫ (পঁচাত্তর) জনের মধ্যেও ২৯ (উনত্রিশ) জন সিনিয়র বিচারপতিকে ডিঙ্গিয়ে শেষোক্ত দুজন বিচারপতিকে আপীল বিভাগে নিয়োগ দেয়া হয়েছে। - বিশেষ রিপোর্ট