News update
  • Dhaka’s air quality ranks world's 2nd worst on Wednesday     |     
  • Put global focus back on Rohingya crisis: Dr Yunus     |     
  • Chief Adviser Dr. Yunus leaves Dhaka for Davos to attend WEF     |     
  • Fertiliser crisis hits Shailkupa Onion farmers in peak season     |     
  • Trump returns to power after unprecedented comeback     |     

কলাপাড়ায় বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি জেল হাজতে

আদালত 2025-01-22, 12:15am

court-decision-2be1372575c311bdcf05a1a5ccf3ab111737483320.jpg

Court decision



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে  নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রর স্ক্র্যাপ মালামাল চুরি ও পাচারের ঘটনায় দায়ের করা মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদার (৩৭) সহ তার দু'সহযোগী রিয়াজ (৩৫) ও জুয়েল (৩৪) কে জেল হাজতে প্রেরন করেছে আদালত। মঙ্গলবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।  

এর আগে র্যাব-৮ পটুয়াখালী'র সদস্যরা সোমবার বিকালে শ্রমিক দল সভাপতি শামীম সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে শামীমকে কলাপাড়া আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত শুনানী শেষে জামিন নামঞ্জুর করে তাদের পটুয়াখালী জেলে হাজতে প্রেরন করেন।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা করেন। এ মামলার প্রধান আসামি ধানখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোহেল মোল্লা। এ মামলায়  ৩৪ আসামির বেশির ভাগই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে । মামলায় বলা হয়েছে এ চক্রটি পাওয়ার প্লাটের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাতসহ লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে পাচার করে আসছিল। দুই টন মালামালসহ একটি ট্রাকও আটক করা হয়। - গোফরান পলাশ