News update
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     

সূর্যের দেখা মিললেও শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা রেকর্ড ৮.২

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-01-11, 1:07pm

849e120bd1ceee4c4f855da0e88be2a3d2aa6cee4ddba6bb-1-488c123f9d1552d2e08335a931fba43a1736579236.png




শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে পৌষের শেষ সময়ে বেড়েছে শীতের তীব্রতা। দিনের পরিবর্তে সব থেকে বেশি শীত অনুভূত হচ্ছে রাতে ও সকালে। এতে করে বিপাকে পড়েছেন জেলার সাধারণ নিম্ন আয়ের মানুষেরা।

চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা গত শুক্রবার (১০ জানুয়ারি) ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় উত্তরের জেলা পঞ্চগড়ে। এক দিনের ব্যবধানে তা বেড়ে ৮ ডিগ্রির ঘরে গিয়ে দাঁড়িয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে একইদিন ভোর ৬টায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও ৩ ঘণ্টার ব্যবধানে তা কমে যায়।

সরেজমিনে দেখা গেছে, রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। ভোর থেকে কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলো। কনকনে শীতের কারণে গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের লোকজন। তবে সকাল সাড়ে ৭টা নাগাদ সূর্যের দেখা মেলে। এতে করে জনজীবনে খানিকটা স্বস্তি ফিরতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সময় সংবাদকে জানান, শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ নিয়ে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে জানুয়ারি মাসজুড়ে আরও কয়েকটা শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলেও জানান তিনি। সময়।