News update
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     
  • Dhaka's RMG exports reach $38.48 bn in 2024: New markets up     |     
  • Bangladesh’s GDP Growth to Decline to 4.1% in FY25: WB     |     

কবে থেকে বাড়বে শীত জানাল আবহাওয়া অফিস

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-01-14, 10:11pm

img_20250114_220840-cf855895d00b3f7fa29da885b7011a441736871065.jpg




টানা তিন দিন ধরে তাপমাত্রা বেড়ে যাওয়ার পর বুধবার (১৫ জানুয়ারি) থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করতে পারে। দুই দিন এ অবস্থা চলতে পারে। তবে এ দফায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে, ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই অনুযায়ী আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমে গেছে। কিন্তু দেশের অন্যত্র তাপমাত্রা মোটামুটি সোমবারের মতোই আছে। কিছু স্থানে বেড়েছে। কাল থেকে তাপমাত্রা কিছুটা কমবে। গত কয়েকদিনের চেয়ে শীত কিছুটা বেশি থাকতে পারে। তবে উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা নেই।

গতকালের সঙ্গে আজকের তাপমাত্রার তেমন কোনো হেরফের না হলেও বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে। পরপর দুই দিন তাপমাত্রা এভাবে কমতে পারে। তবে দুই দিন পর তাপমাত্রা আবার বাড়তে পারে। আবার শনিবার (১৮ জানুয়ারি) তাপমাত্রা কমে যেতে পারে।

এদিকে, রাজধানীতে আজকের তাপমাত্রা খানিকটা বেড়েছে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।