News update
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     

কানাডার জীবনের অংশ শীত ঋতুতে এই তুষারাবৃত রূপ

আবহাওয়া 2025-02-17, 8:23am

snowfall-in-toronto-canada-ae470583dbf3a8a41385463e8356bba61739759009.jpg

Snowfall in Toronto, Canada.



সৈকত রুশদি

টানা প্রায় দুই দিন ও এক রাতের তুষারপাতের পর সামান্য বিরতি আজ বিকেলে। 

টরন্টো মহানগরীতে গত ২৪ ঘণ্টায় তুষারপাত হয়েছে প্রায় ২৫ সেন্টিমিটার। অন্টারিও ও ক্যুইবেক প্রদেশ জুড়ে চলেছে এই তুষারপাত। 

তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে অর্থাৎ মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের শীতলতা নেমেছে মাইনাস ১৮ থেকে ২০ ডিগ্রি। 

শুভ্র বরফে আচ্ছাদিত সড়ক, মহাসড়ক, গাড়ি, মাঠ, ভবন ও বন দেখতে ভারী সুন্দর। 

বিশেষ করে, তাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে উষ্ণতায় বসে উষ্ণ কফি বা চায়ের মগে চুমুক দিতে দিতে এই শুভ্রতা উপভোগের জন্য অসাধারণ।

অনেকে ঐতিহ্যবাহী কাঠের অথবা প্লাস্টিকের টোবোগানে চেপে বরফের ঢালুতে সড়সড়ি অথবা আইস স্কেটিং উপভোগে নেমে পড়েছেন খোলা আকাশের নিচে।

কিন্তু রোববার ছুটির দিন হলেও বিপর্যস্ত হয়েছে প্রাত্যহিক জনজীবন। 

সড়ক ও মহাসড়কে বরফে আটকে পড়েছে গাড়ি। দৃশ্যমানতা প্রায় শূন্যতে নেমে আসায় গাড়ি দুর্ঘটনা ঘটেছে প্রচুর। টরন্টোর মেট্রো রেলের চারটি লাইনের প্রধান দুই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বিমানের ফ্লাইট বাতিল হয়েছে অসংখ্য।

বাড়ির সামনে হাঁটার পর ওয়াকওয়ে এবং গ্যারেজ থেকে গাড়ি বের করার ড্রাইভওয়ে থেকে বরফ পরিষ্কার না করা পর্যন্ত ঘর থেকে বের হওয়া যায়নি। 

সড়কে পার্ক করা বরফে আচ্ছাদিত গাড়ির মধ্য থেকে নিজের গাড়ি খুঁজে পেতে অনেকের বেগ পেতে হয়েছে।

সড়ক ও মহাসড়কের বরফ পরিষ্কার করে সিটি কর্পোরেশনের বিশেষায়িত ট্রাক ও যান। কিন্তু যার যার বাড়ির সামনের অংশের বরফ পরিষ্কারের দায়িত্ব গৃহ মালিকের। 

কারও বাড়ির সামনে ফুটপাতে হাঁটার সময় কেউ পিছলে পড়ে আহত হলে খেসারত দিতে হবে গৃহ মালিককে। সুতরাং নিজে অথবা অর্থের বিনিময়ে কাউকে দিয়ে বাড়ির সামনের হাঁটার অংশে বরফ পরিষ্কার করা সর্বোচ্চ অগ্রাধিকার।

যারা বহুতল ভবনের এপার্টমেন্টে বাস করেন, তারা ব্যক্তিগতভাবে বরফ পরিষ্কারের পরিবর্তে পেশাদার প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে অর্থের বিনিময়ে কার্যকর পদক্ষেপ নেয়।

আজ তুষারপাতের বিরতিতে বহুতল ভবনের ষোল তলায় আমার এপার্টমেন্ট থেকে তোলা ছবি ছয়টি। আর বরফ পরিষ্কারের ছবিগুলো আন্তর্জাল থেকে সংগ্রহ করা। 

টরন্টো 

১৬ ফেব্রুয়ারি ২০২৫