News update
  • Gaza aid flotilla activists say second boat hit by suspected drone     |     
  • Shibir-backed candidates win top DUCSU posts with big margin     |     
  • Female dorm Ruqayyah Hall comes up for Shibir this time      |     
  • Bangladesh 2024, Nepal 2025: Youth Movements Force Leaders Out     |     
  • Nepal PM resigns as 19 killed in social media ban, graft protests     |     

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-03-12, 7:06am

0713e111e92ee28d486c29b1023f4e8c3e8e2765cf10ec08-d483effaee5ab29aaf70be0c5212acce1741741563.jpg




ফাল্গুন শেষের দিকে। প্রকৃতিতে এখন দিনের বেলা ভ্যাপসা গরম, শহরে চলাচলে ধুলোর দেখা আর শেষ রাতে কিছুটা শীতল পরিস্থিতিতে কাটছে নাগরিক জীবন।

তবে এরইমধ্যে বুধবার (১২ মার্চ) থেকে বৃষ্টির দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে দেয়া বার্তায় এমন আভাসই দিয়েছে আবহাওয়া দফতর।

বার্তায় জানানো হয়, বুধবার দিনভর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে ওইদিন সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগ রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সময়