News update
  • EU to retaliate with tariffs against Trump's steel, aluminum duties     |     
  • Ukraine open to a 30-day ceasefire; US resumes military aid     |     
  • Bangladesh Army targeted in false propaganda by Indian media     |     
  • Dengue epidemic looms as Dhaka fights worst mosquito menace     |     
  • Rohingya children’s acute hunger surges amid funding cuts     |     

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে লড়ছেন মোশাররফ, জয়া ও চঞ্চল

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-03-12, 7:03am

74e32b8254f0284ac4ce7aedb91027e299cde6b7285ae07f-1386f5dcc780a45539dbb66d524f80aa1741741398.jpg




টালিউড সিনেমায় অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’। এবারের আসরে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের তিন অভিনয়শিল্পী মোশাররফ করিম, জয়া আহসান ও চঞ্চল চৌধুরী।

দেশের পাশাপাশি টালিউড সিনেমাতেও সমানতালে অভিনয় করছেন এ তিন জনপ্রিয় তারকা। গত বছরও একাধিক টালিউড সিনেমায় দেখা গেছে তাদের। সে সিনেমা থেকেই মনোনয়ন পেয়েছেন এ তিন তারকা।

ইতিমধ্যে প্রকাশিত হয়েছে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এর মনোনয়ন তালিকা। ওই তালিকা থেকে জানা যায়, ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা (সমালোচক) মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিম।

একই বিভাগে মনোনয়ন পেয়েছেন চঞ্চল চৌধুরী। সৃজিত মুখার্জি পরিচালিত প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ অভিনয়ের জন্য মনোনীত হন তিনি।

অন্যদিকে ফিল্মফেয়ারের এবারের মঞ্চে ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। এ পর্যন্ত ফিল্মফেয়ারে চারবার পুরস্কৃত হয়েছেন তিনি। এবারের আসরে পঞ্চম অ্যাওয়ার্ডটি ঘরে তুলবেন জয়া, এমনই আশা ভক্তদের।

২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলো থেকে সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এর আসরে। আগামী ১৮ মার্চ কলকাতায় বসবে জমকালো তারকাদের আসর। সময়